বরিশাল
জীবনানন্দের জন্মবার্ষিকীতে বরিশালে তিন দিনের মেলা
নিজস্ব প্রতিবেদক : রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে তিন দিন ব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করা হয়েছে।
উত্তরণ সাংস্কৃতিক সংগঠরেনর উদ্যোগে সোম থেকে বুধবার (১৭ থেকে ১৯ ফেব্রুয়ারী) বিএম কলেজের মূল ভবনের মাঠে এ মেলা চলবে। শনিবার দুপুরে কলেজের উত্তরণের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন।
মেলায় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সুদিপ্ত দাস ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মন্ডল, জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের আহ্বায়ক উদয় শংকর দাস প্রমুখ।
জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন সংবাদ সম্মেলনে বলেন, জীবনানন্দের এ কলেজে তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে চারটি অধিবেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে কবির প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনষ্ঠান হবে।