সারাদেশ
মোহাম্মদপুরে কবজি কাটা গ্রুপের দুই সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের কবজি কাটা গ্রুপের দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে আগারগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- তরুণ ও লিমন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটালিয়নের মোহাম্মদপুর আর্মি ক্যাম্প।
মোহাম্মদপুর সেনা ক্যাম্প সূত্র জানায়, গ্রেফতারকৃতরা রাজধানীর আদাবর ১০ নম্বর এলাকার ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বিকালে তাদের গ্রেফতার করা হয়েছে।
কিছুদিন আগে আদাবর বালু মাঠে ছিনতাইয়ের সময় এক ব্যক্তির কবজি কেটে ফেলে এ চক্রের সদস্যরা। ওই ঘটনায় গ্রেফতার তরুণ ও লিমনের সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য আসে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের জিজ্ঞাসা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় সেনা ক্যাম্প।