আমতলি
বরগুনায় বাস-মাহেন্দ্র-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩
বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার সাহেব বাজারের রহমত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বশীর হাজির ছেলে শহিদুল ইসলাম এবং আবিদ চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১) বেপরোয়া গতিতে ওই এলাকায় এলে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এসময় মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। এসময় মাহেন্দ্রর পেছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহন ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হত হয়। স্থানীয়রা আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রে থাকা আরও একজন মারা যায়। এরপর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আর একজন মারা যায়।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করলে থানায় নিয়ে আসি। তবে চালক বা সহকারীকে আটক করা সম্ভব হয়নি।