কলাপাড়া
পটুয়াখালীতে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হামলা-লুট, তিন জেলে গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীতে বঙ্গোপসগারে একটি মাছ ধরার ট্রলারে হামলা ও লুটপাট চালিয়েছে জলদস্যুরা। এসময় জলদস্যুদের ছোড়া গুলিতে তিন জেলে আহত হয়েছেন।
জেলের দাবি, এসময় জলদস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় তিন লাখ টাকার ইলিশ, ১২টি মোবাইল ফোন, জ্বালানি তেল লুট করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে তীরে ফেরার পথে পায়রা বন্দর এলাকায় এফবি মা নামের মাছ ধরার ট্রলারে এই ঘটনা ঘটে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক তাদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহত জেলেরা হলেন- কলাপাড়ার মহিপুর থানার বিপিনপুর গ্রামের জালাল শরীফ, শাহ আলম ও মিজানুর রহমান। এদের মধ্যে জালাল শরীফের চোখে গুলি লেগেছে। অন্য দুজনের শরীরে একাধিক বুলেটের আঘাত রয়েছে।
এফবি মা ট্রলারের মাঝি সরোয়ার হোসেন জানান, ট্রলারে ১৩ জন জেলে ছিলো। ওই রাতে তীরে ফেরার পথে পায়রা বন্দর এলাকায় পৌঁছালে একদল জলদস্যু তাদের ট্রলারে বন্দুক দিয়ে ছড়রা গুলি চালায়। এলোপাথাড়ি গুলিতে ট্রলারে থাকা তিন জেলে গুলিবিদ্ধ হন। গভীর সমুদ্র থেকে দুপুরে ফিরেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান, সাগরে ডাকাতি ও গুলিতে আহতদের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।