সারাদেশ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রথম দিনে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই মুসল্লি আমির শেখ (৬০) গোপালগঞ্জ জেলার মকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত ওমেদ আলী শেখের ছেলে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্বজন জেন্দান আলী জানান, আমির শেখসহ আমরা এক সঙ্গে ইজতেমায় এসে ৩৩ নাম্বার খিত্তায় অবস্থান নেই। রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টের কারণে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিল বিন সিরাজ সাংবাদিকদের আমির শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে নরসিংদী জেলার মাদবদী থানার রংপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৬০) মারা যান। এনিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের প্রথম দিনে দুই মুসল্লির মৃত্যু হয়েছে
প্রসঙ্গত, এখন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন চলছে। বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে ১৬ ফেব্রুয়ারি।