জাতীয়
জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে একটু দেরি হবে: উপদেষ্টা মাহফুজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই ঘোষণাপত্র। এটি প্রকাশ করতে একটু দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে একটু দেরি হবে হয়তো, তবে খুব বেশি দেরি হবে না।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা মাহফুজ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শুরু করবে। আলাপ করে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে কবে এবং কীভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে। ছাত্রদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা এসেছে। সরকার একটি ঘোষণাপত্র দেবে, তবে তা হবে সবার ঐক্যমতের ভিত্তিতে। আমরা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র সবার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। শুধু রাজনৈতিক দলই নয়, গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ হবে।
তিনি আরও বলেন, সরকার নিজে কোনো ঘোষণাপত্র দেবে না, এটা শিক্ষার্থী ও সব পক্ষের সঙ্গের আলোচনা করেই দেওয়া হবে।