পিরোজপুর
পিরোজপুরে টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা
পিরোজপুরে টাকার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত ২ ডিসেম্বর পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার আসামি মামুন হাওলাদার (২৫) শিকদারমল্লিক ইউনিয়নের গনকপাড়া এলাকার সোবাহান হাওলাদারের ছেলে। ঘটনার পর থেকেই মামুন হাওলাদার পলাতক রয়েছেন।
শিশুটির মা বলেন, গত ২ ডিসেম্বর সকাল ৭টায় আমার মেয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে রওনা দেয়। পথে মামুন হাওলাদার মেয়ের হাতে ২০ টাকা দিয়ে একটি মোবাইল ফোন তার মায়ের কাছে দিয়ে আসতে বলে। মামুনের কথায় রাজি না হলে আমার মেয়েকে জঙ্গলের ভেতরে একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে মামুন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মেয়ে বাসায় এসে বিষয়টি জানায়।
তিনি বলেন, লজ্জার জন্য বিষয়টি থানায় এতদিন অভিযোগ করিন। পরে স্থানীয় সহায়তায় থানায় অভিযাগ দায়ের করি। পরে পুলিশ তা মামলা হিসেবে নেয়।
এ বিষয়ে জানতে আসামি মামুন হাওলাদারের মোবাইল ফোনে একাধিক কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান বলেন, ঘটনার পর থেকেই আসামি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’