বরিশাল
বরিশালে দুই কর্মীর মা-বাবার চিকিৎসায় মহানগর যুবদলের সম্পাদক জাহানের অর্থ সহায়তা
নিজস্ব প্রতিবেদক : বরিশালে দুই যুবদল কর্মীর মা ও বাবার চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ তুলে দিলেন মহানগর যুবদলের সাধারন সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫নং ওয়ার্ড যুবদলের কর্মী জাফর শিকদারের মায়ের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা ও যুবদলের কর্মী মোঃ আরিফ হাওলাদারের বাবার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।
জানা গেছে- যুবদলের কর্মী জাফর শিকদারের মা ও মোঃ আরিফ হাওলাদারের বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তারা ঠিকভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে যুবদল নেতা খন্দকার রাজু তাৎক্ষনিক এ্যাড. মাজহারুল ইসলাম জাহানকে জানালে তিনি ওই দুই কর্মীর বাড়িতে ছুটে যান। এ সময় দুই পরিবারের খোঁজ-খবর নিয়ে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
যুবদল কর্মী জাফর শিকদার জানান, মাজারুল ইসলাম জাহান ভাইয়ের সাথে রাজনীতি করে দুইজন ভাই পেয়েছি। যারা বিপদে-আপদে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। নেতা এমনই হওয়া উচিত, কর্মীদের সুখে-দুঃখে সব সময় পাশে থাকবে।
আরেক যুবদল কর্মী মোঃ আরিফ হাওলাদার বলেন- আমি দীর্ঘ সময় মাজারুল ইসলাম জাহান ভাইয়ের সাথে রাজনীতি করে আসছি। তিনি এমন একজন নেতা যার প্রশংসা করে শেষ করা যাবে না। তিনি কর্মীদের আপন ভাইয়ের মতো ভালবাসেন। তার কাছে আমরা কৃতজ্ঞ।
এ বিষয়ে খন্দকার রাজু বলেন, জাহান ভাই দায়িত্ব পাওয়ার পরে প্রায় শতাধিক পরিবারকে ২৫ হাজার থেকে শুরু করে ৫-১০ হাজার টাকা করে সহযোগিতা করেছেন। দুর্দিনের যারা কর্মী আছে যারা দলের হয়ে বা অন্য কোনভাবে ক্ষতিগ্রস্ত হলে তাদের বিপদের সময় আমরা সর্বোচ্চ পাশে থাকার জন্য লড়াই করছি ।
তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে মাজারুল ইসলাম জাহান ভাইয়ের নেতৃত্বে আমরা সব সময় মানবিক কাজ করে যাচ্ছি। জাহান ভাইয়ের মতো নেতা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।
এ বিষয়ে এ্যাড. মাজারুল ইসলাম জাহান বলেন- আমার বিগত দিনের ত্যাগী যত নেতাকর্মী রয়েছেন ও সাধারণ মানুষ যারা অসহায় তাদের বিপদে পাশে দাঁড়াতে আমার অন্য রকমের ভালো লাগা কাজ করে। আমি তাদের বিপদের খবর পেলেই সহযোগিতায় হাত বাড়িয়ে দিব। এতে কোন দলমত আমার বিবেচনায় আসেনা।