বরিশাল
বরিশালে আরও ৪জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের ৬টি জেলায় এ পর্যন্ত মোট ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ (রোববর ৩ মে) আরও ৪জন নতুন করে করোনা শনাক্ত হয়। শনিবার এ সংখ্যা ছিল ১২১ জনে। রোববার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে ৩৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ সংক্রমিত জেলা থেকে আসা ব্যক্তিদের কোয়ারান্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল নগরীসহ বিভাগের ৬টি জেলায় ৯ হাজার ৮১৮ জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারান্টিনে পাঠানো হয় ৯ হাজার ১৮৬ জনকে। এর মধ্যে ৬ হাজার ৫৫৩ জনকে হোম কোয়ারান্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে কোয়ারোন্টিনে রয়েছেন ৬৩২ জন এবং ৪৭১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এখন পর্যন্ত বরিশাল জেলায় সর্বোচ্চ ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বরগুনায় ৩২, পটুয়াখালীতে ২৭জন, পিরোজপুরে ৯জন, ঝালকাঠিতে ১১ জন করে এবং ভোলায় ৫জনের করোনা শনাক্ত হয়েছে।