উজিরপুর
উজিরপুরে অবৈধ মাছের ঘেরে ভাঙনের কবলে স্কুল ও রাস্তা
বরিশাল জেলার উজিরপুরে অবৈধ মাছের ঘেরে ভাঙনের কবলে পড়েছে স্কুল ও সরকারি রাস্তা।
সরেজমিনে গিয়ে দেখা যায়- উপজেলার জল্লা ইউনিয়নে উত্তর কুড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার পাশে গাইড দেয়াল (প্রটেক্ট) ছাড়াই শত শত একর জমিতে অবৈধ ভাবে ঘেরে মাছ চাষ করছে অসাধু ব্যবসায়ীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে স্কুল ঘেষে কয়েক শত বিঘা জমিতে মাছের ঘের করেছে অসাধু ব্যবসায়ী রায়হান হোসেন। স্কুলটির মাঠ ও রাস্তা সম্পূর্ণ ধসে পরে মাছের ঘেরে পরিনত হয়েছে। এক পর্যায়ে স্কুলের জমি অর্ধেকটাই মাছ ব্যবসায়ীর দখলে চলে গেছে। শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকসহ স্থানীয়দের অভিযোগ আর কিছু দিন এভাবে প্রটেক্ট ছাড়া মাছের ঘেরে মাছ চাষ করা হলে সরকারি রাস্তা ও স্কুল ভাঙ্গনের কবলে সম্পূর্ন বিলিন হয়ে যাবে। এছাড়াও স্কুলের সন্নিকটে প্রটেক্ট ছাড়া ২০ একর জমিতে মাছের ঘের করে মাছ চাষ করছে কুড়লিয়া গ্রামের লাসার বাড়ৈ,ইন্দ্র ভুষন বাড়ৈ।
এ ব্যপারে উত্তর কুড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাংবাদিকদের জানান- মাছের ঘেরের কারনে দিন দিন স্কুলের জমি মাছের ঘেরে পরিনত হয়েছে। ইতিমধ্যে স্কুলের মাঠ ও বাথরুম তলিয়ে গেছে এবং স্কুলে প্রবেশ পথটিও তলিয়ে যায়। এতে করে ভবিষ্যতে স্কুলটি বিলিন হয়ে যেতে পারে। চারিদিকে পানি থৈ থৈ করছে, তাই শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক ও আমাদের প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয়। এর প্রতিকার চাই। অভিযুক্ত রায়হানকে পাওয়া যায়নি।
অভিযুক্ত লাসার বাড়ৈ জানান- আমরা জমির মালিকদের কাছ থেকে লীজ নিয়ে মাছের ব্যবসা করছি। রাস্তা ভাঙলে তার দায় নেবে জমির মালিকরা। আমাদের কিছুই করার নেই।
এদিকে ভাঙনের কবল থেকে স্কুল ও সরকারি রাস্তা রক্ষার জন্য অবৈধ ঘের বানিজ্যের সাথে জড়িতদের অচিরেই আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।