বরিশাল
মেহেন্দিগঞ্জে আরো একজন করোনা রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল জেলায় নতুন করে আরো ০১ জন রোগী করোনা আক্রান্ত হয়েছে। তার বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (০১/০৫/২০) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ৩০ এপ্রিল এ জেলার আরো ০৪ জন রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো ০৩ জন কে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়। গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৪ জন, মেহেন্দীগঞ্জ, গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন, বানারীপাড়া উপজেলায় ০২ জন, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ এপ্রিল ০১ জন চিকিৎসক সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৯ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৪ জন), ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ০১ জন ব্যক্তি ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন। গত ১২ এপ্রিল এ জেলার মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।