জাতীয়
মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। পুলিশ কর্মবিরতি পালন করায় মহাসড়কের যত্রতত্র দাঁড়িয়ে যানবাহনে যাত্রী ওঠানামা করার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে ছিলেন যাত্রীসাধারণ। বুধবার সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।
সরেজমিন ঘুরে জানা গেছে, বুধবার কারফিউ না থাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত খোলা থাকায় মহাসড়কে আগের দুই-তিন দিনের চেয়ে তুলনামূলকভাবে জনসমাগম বেড়েছে। মহাসড়কে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় টঙ্গীবাজার, স্টেশন রোড, মিলগেট, চেরাগআলী বাসস্ট্যান্ড, কলেজগেট, হোসেন মার্কেট, গাজীপুরা এলাকায় মহাসড়কে যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করার কারণে যানজটের সৃষ্টি হয়।
জনদুর্ভোগ লাঘব ও যানজট নিরসনে টঙ্গী সরকারি কলেজ, সাহাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ, উত্তরার আইইউবিএটি ও হাবিবুল্লাহ বাহার মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণে মহাসড়কে নামে।
এ সময় তারা যানবাহন চালকদের তাদের যানবাহন নিজ নিজ লেনে চলার জন্য নির্দেশ দেয়। এ সময় শিক্ষার্থীরা রংসাইডে যানবাহন চলাচল কঠোরহস্তে নিয়ন্ত্রণ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচল করছিল। তাদের এ ভূমিকায় পথচারীরা ভূয়সী প্রশংসা করেন।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও উত্তরা আইইউবিএটির শিক্ষার্থী ফাহিম জানান, হিমেল, জামিল, রাহাত, আব্দুল্লাহ আল মোমিন, আমিনুল ইসলামসহ ২০-২৫ জন শিক্ষার্থী মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য আসিনি।
কোনো রাজনৈতিক দলের হয়েও কাজ করছি না। আমরা দেশ সংস্কার ও শান্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। দেশের অপশক্তি বিতাড়িত হয়েছে, আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক। এ ব্যাপারে টঙ্গী ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোমিনুল ইসলাম বলেন, মহাসড়কে কোনো ট্রাফিক পুলিশ কর্মরত নেই।