বরিশাল
বরিশালে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক : জেলার হিজলায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, হিজলার হরিনাথপুর পূর্বকান্দি এলাকার সরদার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌপুলিশের যৌথ অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে ২৮৭ বান্ডেল ইলিশ মাছ ধরার নতুন অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যেখানে ১ লাখ ৪৩ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ছিল। আর জব্দকৃত জালের মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
তিনি জানান, অভিযানে কারেন্ট জাল মজুদ রাখার অপরাধে সুরাইয়া হাওলাদার নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হিজলা নৌ পুলিশের উপ পরিদর্শক জহিরুল হক ও সহকারী উপ পরিদর্শক শাহিনুর রহমানসহ সঙ্গীয় টিম। মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।