বরিশাল
বরিশালের কোতয়ালি এবং বিমানবন্দর থানায় নতুন ওসি
নিজস্ব প্রতিবেদক : দেশের চলামান পরিস্থিতির মধ্যে হঠাৎ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এলাকার দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পদায়ন করা হয়েছে। হঠাৎ করেই এমন সিদ্ধান্তে নানা মহলে আলোচনা চলছে।
জানা গেছে, বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক এবং বিমানবন্দর থানার ওসিকে দ্বায়িত্বে অবহেলার কারণে অন্যত্র বদলি করা হয়েছে। বরিশালে কোটা আন্দোলনের সময়ে নগরীর সিএন্ডবি রোড, চৌমাথা, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে দীর্ঘ ৭/৮ ঘণ্টা ধরে আন্দোলনকারীরা পিকেটিং, পুলিশ বক্স ভাঙচুরসহ ভিন্ন স্থাপনায় হামলা করেছে। এছাড়াও ওই দিন মেট্রোপলিটনে পুলিশের উপ-পুলিশ কমিশনার কর্মকর্তাসহ পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন। যার দায়ভার ও ব্যর্থতা দুই থানা ওসির উপর বর্তায় বলে নানা মহলে গুঞ্জন উঠেছে।
এছাড়াও গত শুক্রবার (১৯ জুলাই) নগরীর সিএন্ডবি রোড থানা কউন্সিলের সামনে বিএনপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া সংঘর্ষ হয়। এতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ওপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে তাদের পক্ষ থেকে কোতয়ালী থানায় মামলাও দায়ের করা হয়। বর্তমান সরকার দলীয় নেতাদের ওপর এমন হামলা হওয়ায় দুই থানার ওসিকে ভিন্ন মহলে প্রশ্ন বিদ্ধ হতে হয়েছে বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কোতয়ালী থানার ওসি আরিচুলকে খুলনায় বদলি করা হয়েছে। আর বিমানবন্দর থানার ওসি মাহফুজুর রহমান চৌধুরীকে সিলেটে বদলি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার প্রণয় রায় বলেন, ‘বরিশাল কোতয়ালি মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এর আগে কাউনিয়া থানায় কর্মরত ছিলেন। অপরদিকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে লোকমান হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি এর আগে একই থানায় ওসি তদন্ত হিসাবে কর্মরত ছিলেন।
বিষয়টি বুধবার নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, ‘মেট্রোপলিটনের কোতয়ালী থানা ও বিমান বন্দর এই দুই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে। পূর্বে যারা দায়িত্বে ছিলেন তাদের অন্যত্র বদলি করা হয়েছে।’