বরিশাল
এবার কোটা সংস্কারের দাবিতে মাঠে নামছে চরমোনাই পীরের দল
নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেয়ার দাবিতে মাঠে নামছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৪ টায় অশ্বিনি কুমার টাউন হল চত্ত্বরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা ও মহানগর শাখা।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ছানাউল্লাহ।