ঝালকাঠি
ইউএনওর হস্তক্ষেপে মুক্ত হলো অবরুদ্ধ একটি পরিবার
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলর দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে একটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা তারকাটা দিয়ে বন্ধ করে দেন স্থানীয় প্রভাবশালী বাবুল মৃধা, রফিক মৃধা ও কবির মৃধা।ফলে ওই ভুক্তভোগী পরিবারের লোকজন কোথাও বের হতে পারেননি । ছেলেরা স্কুলে যেতে পারেননি তারা এক প্রকার গৃহবন্দি অবস্থায় ছিলেন।
বিষয়টি জানতে পেরে সোমবার বিকেলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম ঘটনাস্থলে সহকারী কমিশনার সমাপ্তি রায় কে পাঠান। সেখানে গিয়ে রাস্তাটি অবমুক্ত করে। ওই পরিবারের রুম্মান হাওলাদার বলেন,আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে গাড়িতে করে মালামাল আনলে তাদের সাথে কথা-কাটাকাটি হয়।
এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির সামনে তারকাঁটা দিয়ে বেড়া দেন। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ গিয়ে তারকাঁটার বেড়া কেটে দিয়ে যায়। ৩ দিন পরে পূনরায় আবার একই স্থানে পিলার পুতে তারকাটা দিয়ে বেড়া দেন। আজকে ইউএনও স্যার জানতে পেরে এসিল্যান্ড স্যারকে আমাদের এখানে পাঠান। তিনি আমাদের তারকাটার বেড়া কেটে দিয়ে যান।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আইনগতভাবে কারো চলারপথ বা রাস্তা অবরুদ্ধ করার অধিকার কারো নেই।বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনারকে ঘটনাস্থলে পাঠিয়ে প্রথমে ভুক্তভোগী পরিবারের চলার পথ উম্মুক্ত করা হয়েছে । পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে ।