গৌরনদী
গৌরনদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পি*টিয়ে র*ক্তা*ক্ত জ*খম
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচন পরিস্থিতি সহিংস হয়ে উঠছে। চেয়ারম্যান প্রার্থী মোঃ হারিছুর রহমানের নির্দেশে তার সমর্থকরা একের পর এক হামলা চালিয়ে সহিংসতাকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন অপর প্রার্থী মনির হোসেন মিয়া।
চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন অভিযোগ করে বলেন, সোমবার রাত সাড়ে আটটায় উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে আমার সমর্থক গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম কাজল (৪০) কাপ-পিরিচ মার্কার প্রচারণা চালাচ্ছিলেন। এরই মধ্যে হারিছুরের সমর্থক ফিরোজ মিয়া মুকুল, ইউপি সদস্য ইসমাইল হোসেন হীরা ও নয়ন শরীফের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রচার-প্রচারণায় বাঁধা দেয়। আমার সমর্থক কাজল তাদের বাঁধা উপেক্ষা করে প্রচারণা চালালে তাকে (কাজল) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। খবর পেয়ে কাজলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুত্বর।
হারিছুরের রহমানের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটেছে জানিয়ে মনির হোসেন আরও বলেন, আমার কর্মী সমর্থকদের নিয়ে যে এলাকায় প্রচারণায় যাচ্ছি। সেখানেই হারিছুর তার সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে প্রচার-প্রচারণায় বাঁধা দিচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারিছের দানবীয় চেহারা জনগনের সামনে উন্মোচিত হচ্ছে বলে দাবী করে। নির্বাচনের আগে হারিছুরের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহন না করলে সংঘাত ছড়িয়ে পরার আশংকা রয়েছে। তবে হামলার ঘটনায় হারিছুর ও তার সমর্থকদের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।