বরিশাল
মোট আক্রান্ত ১০৭ জন
বরিশালে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল বিভাগের ৪ জেলায় নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় ১ জন মহিলা, পটুয়াখালী জেলায় ০১ জন মহিলা ও ২ জন পুরুষসহ মোট ০৩ জন, এছাড়া যথাক্রমে ঝালকাঠি ও পিরোজপুরে ১ জন করে মোট ২ জন পুরুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমন শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের ১০৭ জনের ভিতরে বরিশাল জেলায় ৩৭, পটুয়াখালীতে ২৩, ভোলায় ২, পিরোজপুরে ৮, বরগুনায় ৩০ এবং ঝালকাঠিতে ৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া বরিশালের মুলাদীতে, পটুয়াখালী জেলার সদর উপজেলায় ১ জন ও দুমকিকে ১ জন এবং বরগুনা জেলার আমতলী ও বেতাগীতে ১ জন করে ৫ জন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলে জানান তিনি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাসের দেওয়া তথ্য মোতাবেক, বরিশাল বিভাগে করোনা শনাক্ত হওয়ার, প্রথম এক সপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৮ জন। এরপর তিন দিনে তা ১২ জন বেড়ে হয় ৪০ জন। পরের সপ্তাহে ৬৮ আক্রান্ত হয়ে সংখ্যা দাঁড়ায় ১০৮ জনে। এর মধ্যে ২১ এপ্রিল একদিনেই আক্রান্ত হয় ১৯ জন। যা ছিল আক্রান্তের দিকে থেকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ।