সারাদেশ
ইউপি মেম্বারের বাড়িতে মিললো এক মণ গাঁজা
জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ বেলাল শেখ (৪৫) নামের এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩০ মে) দিনগত রাতে উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি দূরমুট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।
শুক্রবার (৩১ মে) সংবাদ সম্মেলনে জামালপুর ডিবির ওসি কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ইউপি মেম্বার বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক কারবারি পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরের দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।