পিরোজপুর
পিরোজপুরে সাড়ে ৭ বছরের এড়াতে ২৫ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার
পিরোজপুরের ইন্দুরকানীতে সাড়ে সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন খানকে (৬০) মানিকগঞ্জের হাতিকাটা চর থেকে গ্রেপ্তার করা হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিজের ও বাবার নাম পাল্টে ২৫ বছর আত্মগোপনে থাকার পর পুলিশের জালে ধরা পড়ল দেলোয়ার।
রোববার দেলোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাড়ৈইখালী গ্রামের বাসিন্দা সে। ১৯৯৯ সালে একটি ডাকাতি মামলায় ২০০১ সালে দেলোয়ারের অনুপস্থিতিতে সাড়ে সাত বছরের কারাদণ্ড দেন আদালত।
রায় ঘোষণার পর দেলোয়ার তার নাম পরিবর্তন করে মনির মোল্লা ও বাবার নাম জয়নাল মোল্লা পরিচয় দিয়ে মানিকগঞ্জের হাতিকাটা চরে বাড়ি করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে ইন্দুরকানী থানার এসআই আবদুল জলিল ও এএসআই মুনসুর আলম তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেন।