পটুয়াখালী
বাউফলে আরও দুইজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৮

পটুয়াখালী প্রতিনিধি- পটুয়াখালীর বাউফল উপজেলায় করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার ফলাফলে আরও দুই ব্যক্তির পজেটিভ এসেছে। এদের একজনের বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়নে অপরজনের বাড়ি মদন ইউনিয়নের বিলাবিলাস গ্রামে। আক্রান্তদের একজনের বয়স ১৮ বছর অপর জনের বয়স ২৮ বছর। উভয় জনই পুরুষ। সোমবার বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা। তিনি বলেন, ওই গত শুক্রবার (২৪ এপ্রিল) ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠানে (আইইডিসিয়ার) পাঠানো হয়। সোমবার পরীক্ষার ফলাফলে ওই দুই ব্যক্তির করোনাভাইরাস পজেটিভ এসেছে। আর দুই ব্যক্তিকেই তাদের নিজ ঘরের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে বাউফলে করোনা ভাইরাসে ৮ জন আক্রান্ত হয়েছেন।