খেলা ধুলা
সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর ক্ষিপ্ত সাকিব, চেপে ধরলেন ঘাড়
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসানের সঙ্গে অনেক ভক্তই সেলফি তোলেন। সাকিবও তাদের সেলফিতে ভালোমতোই পোজ নেন। তবে মাঝেমাঝে ভক্তদের অতি আবদারে মেজাজ হারান সাকিব, এমন ঘটনাও কম নয়।
আজ নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঘটে গেলো তেমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে গিয়েছিলেন সাকিব। সুপার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের হয়ে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার।
সেখানে ম্যাচের আাগে কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এমন সময় এক ভক্ত দৌড়ে তার কাছে এসে সেলফি তোলার আবদার করলেন। সাকিব তাকে নিষেধ করছিলেন। কিন্তু সেই ভক্ত যেন নাছোড়বান্দা। সাকিবের কথা যেন শুনতে নারাজ তিনি।
ভক্তের এমন কাণ্ডে রেগে যান সাকিব। এমনকি চড় মারতেও উদ্যত হন তিনি।