ঝালকাঠি
ঝালকাঠিতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঁঠালিয়ায় বজ্রপাতে শিহাব জমাদ্দার নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল উপজেলার পাটিকেলঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। শিহাব জমাদ্দার উপজেলা পাটিকেলঘাটা গ্রামের মো. ফারুক জমাদ্দারের ছেলে। সে পাশের মঠবাড়ীয়া উপজেলার ভগিরাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয় শিহাব। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফিয়া জান্নাত নুর বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের জানান, শিহাব ঝড়ো বাতাসের সময় ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছে।