বরিশাল
চারকাউয়া ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন মনিরুল ইসলাম ছবি
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মনিরুল ইসলাম ছবি। গত ৪ এপ্রিল তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পদত্যাগপত্র জমা দেন। একই দিন এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন সদরউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্লাহ মজুমদার।
মনিরুল ইসলাম ছবি বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচারণা শুরু করেছেন তিনি। উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্যই ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন মনিরুল ইসলাম ছবি।
উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৭ নম্বর চরকাউয়াইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদ হতেঅব্যাহতি চেয়ে গত ৪ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ব্যাখ্যাসহ পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ধারা ৩২(২) মোতাবেক পদত্যাগপত্র গৃহীত হওয়ার সাথে সাথে চরকাউয়া ইউনিয়ন পরিষদচেয়ারম্যান পদ শূণ্য ঘোষণা করা হয়েছে।