গৌরনদী
বরিশালে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাতা নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক : বরিশালে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পালরদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন জামাতা সাগর আহমেদ (২৮)। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা রোববার (১০ মার্চ) বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছে।এর আগে শনিবার দুপুরে টরকীর চর সংলগ্ন পালরদী নদীতে ৯ বছরের শ্যালিকাকে নিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হন সাগর।
নিখোঁজ যুবক সাগর আহমেদ কলাপাড়া উপজেলার চেকারিয়া গ্রামের ওবায়দুল মৃধার ছেলে। তিনি কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইরকান্দি গ্রামের জুয়েল রাঢ়ীর মেয়ে জামাতা। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে টরকীর চর সংলগ্ন পালরদী নদীতে ৯ বছরের শ্যালিকাকে নিয়ে গোসল করতে আসেন সাগর। পরবর্তীতে নদীতে নেমে সাঁতার না জানায় ডুবে যান সাগর।
গৌরনদী ফায়ার সার্ভিসের লিডার মনসুর হেলাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। রোববার বিকেল সাড়ে ৪টায় নিখোঁজ সাগরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী বলেন, ভুক্তভোগীর বাবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।