বরিশাল
২৬ কেজি গাঁজাসহ হিজলার ৪ মাদক কারবারি আটক
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ চার জনকে আটক করেছে নৌ পুলিশ, যারা সকলে বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় নৌ পুলিশ সদর উপজেলার মেঘনা নদীর বাঁশগাড়ি খাল এলাকা থেকে তাদেরকে আটক করে। এসময় একটি স্পিডবোটও জব্দ করা হয়।
গ্রেপ্তারসহ এই উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর নৌ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান।
ওসি কামরুজ্জামান বলেন, রাতে একটি স্পিডবোট চাঁদপুর সদর উপজেলার বাঁশগাড়ী খালের মুখে আসলে নৌ পুলিশের একটি টিম থামানোর সংকেত দেয়। কিন্তু তারা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
নৌ পুলিশ ধাওয়া করে স্পিডবোটসহ চারজন ফারুক গাজী (৫০), ইয়াসিন মাতব্বর (৩২), ইলিয়াস হোসেন (২০), সাইফুল ইসলামকে (১৯) আটক করলেও তাদের সঙ্গে থাকা আরও দু’জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ স্পিডবোট থেকে গাঁজা জব্দ করে।
পুলিশ জানায়, গাঁজা নিয়ে বরিশাল থেকে নারায়ণগঞ্জে যাওয়ার প্রাক্কালে তাদের আটক করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’