বরিশাল
কাউনিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর পলাশপুরে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট কাউনিয়া থানা পুলিশের একটি টিম স্থানীয় দলিল উদ্দিন স্কুলসংলগ্ন বাসা থেকে কালাম মোল্লা (৫৫) এবং তার স্ত্রী মোসা: কুলসুম বেগমের গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, কালাম মোল্লা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালি, কাউনিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিগত সময়ে একাধিকবার গ্রেপ্তার করলেও আইনি ফাঁক-ফোকড় গলে বেরিয়ে আসে এবং পরবর্তীতে অনুরুপ পেশায় জড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামসুল ইসলাম, এসআই মো. এনামুল হক, এসআই মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. হুমায়ুন কবির, এএসআই মো. মাহবুবুর রহমান, এএসআই মিজানুর রহমান, এএসআই মো. শওকত হোসেন, এএসআই মো. কামরুল ইসলামদের সমন্বয়ে গঠিত টিম পলাশপুরে বিশেষ অভিযান করে। একপর্যায়ে তারা স্থানীয় দলিল উদ্দিন স্কুলের পার্শ্বে টিনশেড বাসায় হানা দিয়ে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে এবং স্ত্রী কুলসুম বেগমসহ কালাম মোল্লাকে গ্রেপ্তারে সক্ষম হয়।
অভিযান পরিচালনাকারীদের কজন পুলিশ কর্মকর্তা জানান, একটি বিশেষ মাধ্যমে প্রাপ্ত খবরের বিভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কালাম মোল্লার বাসায় হানা দেওয়া হয়। একপর্যায়ে সেখানে তল্লাশি চালিয়ে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদকবিক্রিতে জড়িত কালাম মোল্লা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পলাশপুরে গাঁজা উদ্ধারের ঘটনায় কালাম মোল্লা এবং তার স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, কালাম মোল্লা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে তা বরিশাল নগরীসহ আশপাশ জেলাসমূহে খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলেন। ঘটনাবলীতে তার বিরুদ্ধে মাদক সংক্রান্তে বিভিন্ন থানায় কয়েকটি মামলা আছে।’