বরিশাল
আইন মহাবিদ্যালয় থেকে ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
বরিশাল ব্যুরো।
বরিশাল আইন মহাবিদ্যালয়ের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেনের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে আইন শিক্ষার্থীরা। এসময় তারা অবিলম্বে সভাপতি পদ থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কারের দাবী তোলেন।
আজ দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল আইন মহাবিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, আইন মহাবিদ্যালয় থেকে ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন আনোয়ার হোসেন। দুর্নীতির আখরা করে মহাবিদ্যালয়কে শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং ব্যবসা প্রতিষ্ঠানে রুপান্তরীত করেছিলেন।
শিক্ষার্থী ফয়সাল বিন ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য দেন। উল্লেখ্য আনোয়ার হোসেন ওরফে ভিপি আনোয়ার এর আগেও বিকাশ মাল্টিপারপাস নামে সমিতি করে মানুষের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন।