বরিশাল
বরিশাল সিটি নির্বাচন, লড়াই হবে নৌকা- লাঙ্গল ও হাতপাখার
এস এন পলাশ।।
যতই সময় ঘনিয়ে আসছে নগরবাসীর মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে রাত পোহালেই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর এই সপ্তম নির্বাচন।
কে হবেন নগরপিতা? এ নিয়ে আলোচনার কমতি নেই নগরজুড়ে।
এবারের নির্বাচনে মেয়র পদে ৭জন প্রার্থী রয়েছেন। এরা হলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে ফজলুল করিম, জাকের পার্টির গোলাপ ফুল মার্কায় মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীকে কামরুল ইসলাম রুপন ও আরেক স্বতন্ত্র প্রার্থী হরিন প্রতীকে আলী হোসেন।
এদের ভিতরে শেষ মুহূর্তের আলোচনায় নৌকা লাঙ্গল ও হাতপাখা নগরবাসীর মুখে মুখে আলোচনায় এখন এই তিন মেয়র প্রার্থী নিয়ে। এই তিনজনের ভিতরে রয়েছে তাদের নগর পিতা যা নির্ধারণ এখন শুধু সময়ের অপেক্ষা।
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী বরিশালের উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাতকে মনোনীত করেছেন। তাই আমি বিশ্বাস করি বরিশাল বাসী তাদের উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে।
বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি একে এম জাহাঙ্গীর বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে নৌকা প্রতীকে ভোট দেবেন এটাই বাস্তবতা।
এদিকে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় তাদের ভোট লাঙ্গলের বাগে নিবেন এমন প্রত্যাশা করেন জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। তিনি বলেন, আওয়ামীলীগের যে প্রার্থী তিনি একজন খুলনার ব্যবসায়ী। রাজনীতি আর ব্যবসা এক নয়। আমি দীর্ঘদিন বরিশালে রাজনীতির সাথে জড়িত, নগরবাসীর তাদের ভোটের মাধ্যমে আমাকে জয়ী করবেন বলে আশাবাদী।
পিছিয়ে নেই ইসলামি আন্দোলনের প্রার্থী ফজলুল করিমও। তিনি বলেন, বরিশালের মানুষ পরিবর্তন চায় তাই হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আমাকে নগরীর খাদেম বানাবে এমনটাই বিশ্বাস করি।
ভোটারদের বক্তব্য এখন এই তিন প্রার্থী ঘিরে। ৬নং ওয়ার্ডের বাসিন্দা মুদি দোকানি শামিম হাওলাদার বলেন, এতদিন সাতজন প্রার্থী জানলেও এখন সবার মুখে মুখে শুনি লড়াই হবে নৌকা, লাঙ্গল ও হাতপাখার মাঝে।
তার কথার রেস ধরেই স্কুল শিক্ষক হুমায়ন শরিফ বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার পাচঁ বছর পরে সিটি নির্বাচন। নগরবাসী তাদের পছন্দমত প্রার্থীকেই ভোট দেবে, তবে শেষ মুহুর্তের আলোচনায় নৌকা-লাঙ্গল ও হাতপাখারই শোনা যাচ্ছে।
১২ই জুন বরিশাল নগরীর ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৮ বর্গকিলোমিটার নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।