বরিশাল
২১নং ওয়ার্ডে ঠেলা গাড়ি প্রতীকে জনতার কাউন্সিলর হতে চায় সুজন
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডে জনতার কাউন্সিলর হতে চায় আবু মুসা সুজন। আজ নির্বাচন কার্যালয় থেকে ঠেলা গাড়ি প্রতীক পাওয়ার পর তার আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন তিনি।
তরুণ এই আওয়ামীলীগ নেতা, দল ও এলাকাবাসীর চাহিদা পূরণেই নির্বাচনে অংশ নেয়।
এসময় তিনি বলেন, নগরীর প্রাণ কেন্দ্র ২১ নম্বর ওয়ার্ড উন্নয়ন বঞ্চিত রয়ে গেছে। তাই আগামী (১২জুন) জনতার ভোটে নির্বাচিত হয়ে ওয়ার্ডের সকল সমস্যা দুর করা সহ একটি আধুনিক ওয়ার্ডে রুপান্তিত করবেন। সন্ত্রাস ও মাদক মুক্ত নগরী গড়ে তুলবেন।
বিগত দিনে আবু মুসা সুজন সবসময় মানুষের বিপদআপদে পাশে থেকেছেন,
এছাড়া করোনা কালীন সময়ে মানুষকে সাহায্য সহযোগীতাসহ ২১নং ওয়ার্ড বাসীর খেদমত করেছেন তিনি।
তার নির্বাচনী প্রচার প্রচারণার সময় এলাকাবাসী বলেন, দীর্ঘদিন আমরা উন্নয়ন বঞ্চিত ওয়ার্ডের বাসিন্দা হিসেবে আছি। আবু মুসা সুজন ঠেলা গড়ি প্রতীকে নির্বাচিত হয়ে ওয়ার্ড বাসীর জন্য কাজ করবেন এমনটাই প্রত্যাশা তাদের।