বরগুনা
বরগুনায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা সহ আটক-২
বাবুল মাহবুব, বরগুনা প্রতিনিধি// বরগুনা সদরের বালিয়াতলীতে ১ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারী কে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন- সোহান মোল্লা (২৪) পিতা শানু মোল্লা অপরজন জহিরুল ইসলাম (২৭) পিতা মতলেব খান উভয়ই ৭নং ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ডিবি অফিসার (ইনচার্জ) শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৩ মে) সন্ধায় এসআই জাহিদুল ইসলাম কবির ফোর্সসহ অভিযান পরিচালনা করে বরগুনা সদর এম বালিয়াতলি ইউনিয়নের ৭নং ওয়ার্ড ডাক্তার বাড়ির সামনের কাচা সড়ক থেকে এক কেজি গাঁজাসহ দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তীতে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।