বরিশাল
মাদকদ্রব্য সহ আবারো আটক সেই সোহেল
নিজস্ব প্রতিবেদক।।
কিছুদিন আগে পুলিশ কনস্টেবলের স্ত্রীর সাথে আপত্তিকার অবস্থায় আটক হয়েছিল সোহেল। জামিনে বের হয়ে আবারো জড়িয়ে পরে মাদকদ্রব্য ও জুয়ার আসক্তিতে।
তবে শেষ রক্ষা হয়নি। গতকাল বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিদেশী মদ ও বিয়ারসহ আটক হয় সোহেল আহমেদ।
মামলা সূত্রে জানা যায়, নগরীর আগরপুর রোডে সোহেল আহমেদের কাছ থেকে সাত বোতল বিদেশী মদ ও বিয়ারসহ আটক করে তাকে।
সোহেল আহমেদ নগরীর আগরপুর রোডের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের ছেলে ও পাচঁ সন্তানের জনক।
কিছুদিন আগে নগরীর রুপাতলিতে এক পুলিশ কনস্টবলের স্ত্রী’র সাথে অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় আটক হয়ে জেল হাজতে যান তিনি।
স্থানীয় একাধিক সূ্ত্রে জানা যায়, সোহেল আহমেদ মদ জুয়া ও নারী ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে।
তার এই অনৈতিক কর্মকান্ডের জন্য আগরপুর রোডের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।
এবিষয় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন, গতকাল আগরপুর রোড থেকে মদ ও বিয়ারসহ সোহেল নামের একজনকে আটক করেছি।
আজ তাকে আদালতে সোপর্দ করলে আদালত সোহেলকে কারাগারে পাঠান।