বরিশাল
হিজলায় চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী ও ভাতিজাসহ কয়েকজনের বিরুদ্ধে একটি গণধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী ও ভাতিজাকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) উপজেলা শহরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়
জানা যায়, গত ২৬ শে মার্চ উপজেলার ধুলখোলা ইউনিয়নের নাগরিক এবং মেহেন্দীগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের বাসিন্দা খোরশেদ খানের মেয়ে মুনিয়ার ঝুলন্ত লাশ নিজ ঘরের ভেতর থেকে উদ্ধার করে। পরে ২৮ শে মার্চ বরিশাল আদালতে মেয়ের ভাই রাসেল ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী এবং তার ভাতিজাসহ কয়েকজনের নামে গণধর্ষন ও হত্যা মামলা করে। এমন ঘটনায় ধুলখোলা ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রতিবাদ জানিয়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার, উত্তর উলানিয়া ইউপি চেয়ারম্যান জামাল মোল্লা, উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বাবুল এবং হিজলা উপজেলা আওয়ামী লীগের সদস্য তসলিম মাঝি প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালীর ভাই আবুল ছত্তার ঢালী ও ভাগিনা ছিদ্দিক কবিরাজ কে ২০২১ সালে জোড়া হত্যা করা হয়। সেই মামলার আসামীরা যড়যন্ত্র করে এ হত্যা মামলা করে।
এ সময় বক্তরা আরও বলেন যেদিন মুনিয়া হত্যা হয় সেদিন জামাল উদ্দিন ঢালী পরিষদের ছিলেন। মেয়ের মা বলেছেন, তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাই যড়যন্ত্র করে চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন ও হয়রানি করা জন্য এ মিথ্যা মামলা করা হয়েছে।’