বরিশাল
বরিশালে ছাত্রলীগের ৬ কর্মীকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীদের নিয়ে ছাত্রলীগের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে ছাত্রলীগের ৬ কর্মীকে কুপিয়ে জখম হয়েছেন। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুললেও তারা বলছে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে কোপাকুপি করেছে কিশোর গ্যাং। এই ঘটনায় ধারালো দেশীয় অস্ত্র দা-সহ একজনকে আটকও করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরিশাল নগরীর জীবনানন্দ দাশ সড়কের অক্সফোর্ড মিশন স্কুলের সামনে এই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালের ভর্তি কর হয়েছে।
প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ কর্মী আরাফাত জানায়, জেলা ছাত্রলীগের কর্মী সাদের নেতৃত্বে প্রোগ্রাম না করায় সাদ তার সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র ছাত্রলীগ কর্মী রিসাদ, মারুফ সহ ৫/৭ জনের উপরে হামলা করে। এবং এই হামলায় সাদের সাথে বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপুও অংশ নেয়। তিনি আরও জানান, আমার বন্ধুদের রাস্তায় ফেলে কুপিয়েছে কিন্তু কেউ এগিয়ে আসেনি। রিসাদের অবস্থা গুরুত্বর তাই তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। হামলার মূল পরিকল্পনাকারী সাদ ছাত্রদল নেতা টিপুর সাথে থেকে দীর্ঘদিন মাদক সংক্রান্ত কাজবাজ করে আসছে।
এ ঘটনায় সাদ নিয়েও জখম হয়েছেন বলে অভিযোগ করেছেন তার অনুসারীরা। তার নেতার নির্দেশে তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিলো বলেও জানিয়েছেন একটি সূত্র। সাদ বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী এবং রিশাদ মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্নার অনুসারী বলেও জানা যায়।
একটি বিস্বস্ত সূত্র জানিয়েছে, বরিশাল কলেজের একসময়ের চিহ্নিত ছাত্রদল ক্যডার জিতু ও বর্তমান আহবায়ক টিপুর সাথে দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করে আসছেন বর্তমানে জেলা ছাত্রলীগের কর্মী সাদ। বরিশাল কলেজ, বিএম স্কুল ও শীতলাখোলা এলাকায় কিশোর গ্যাং সহ বিভিন্ন অপকর্ম চলতো সাদের নেতৃত্বে।
সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপু বলেন, কিশোর গ্যাং আব্বা গ্রুপের সদস্য রিশাদ। তার গ্রুপের সঙ্গে ছাত্রলীগেরই অপর একটি গ্রুপ সাদের সাথে কোপাকুপি হয়েছে বলে শুনেছি। রিশাদের সঙ্গে যাদের কোপাকুপি হয়েছে তারা প্রভাবশালী হওয়ায় রিশাদের অনুসারীরা আমার নাম জড়াচ্ছে এই ঘটনায় শুধু শুধু। আমি কোনো কিছুই জানি না বা সম্পৃক্ত নই এই ঘটনায়।
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাহাদাৎ হোসেন বলেন, আহতদের মধ্যে রিশাদ মাহামুদকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ বারী বলেন, স্থানীয় দ্বন্দ্ব নিয়ে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা নাজিম মাহমুদ রাফি নামে একজনকে ধারালো দা-সহ আটক করেছি। এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।