বরিশাল
বরগুনায় বিদ্রোহী প্রার্থীর হাতুড়ি পেটায় ৫৬ নৌকা সমর্থক আহত
বরগুনা প্রতিবেদক : বরগুনার তালতলীর শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণাকালে বিদ্রোহী প্রার্থীর নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় ৫৬ জন নৌকা মার্কার সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ হামলা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল হোসেন বাদশা তালুকদার। তিনি জানান, সমর্থকদের প্রচারণার সময় বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন বাবলুর হামলায় ৫৬ জন নৌকা মার্কার সমর্থক আহত হয়েছে। গুরুতর আহত ৮ জন বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বাকিরা তালতলী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। গুরুতর আহত ৮ জন হলেন- শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের রুহুল আমিন (৩২), সজল তালুকদার (২৮), জহিরুল ইসলাম (৩৫), গৌতম দাস (২৫), কামরুল ইসলাম সাগর (২৭), মনি চন্দ্র দাস (২৭), ডলি তালুকদার (৩৫) শাহিন (২৭)। এ ঘটনায় শনিবার রাত ১১টার দিকে আবুল হোসেন বাদশা তালুকদার তালতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।
গুরুতর আহত মনি চন্দ্র দাস বলেন, আমরা শনিবার বিকালে নৌকা মার্কার পক্ষে আঙ্গারপাড়া গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া শুরু করি। এসময় হামলাকারীরা প্রথমে আঙ্গারপাড়া নৌকার অফিসে হামলা চালায়। অফিস ঘর ভাঙচুরের খবর পেয়ে সেখানে গেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন বাবলুর নেতৃত্বে হাতুড়ি দিয়ে আমাদের পিটিয়ে গুরুতরভাবে জখম করে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলো। কামরুল ইসলাম সাগর, রুহুল আমিন, সজল তালুকদারসহ আহতরা অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিলাম। আমাদের উপরে এই হামলা পূর্ব পরিকল্পিত ছিলো। এ বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বলেন, দফায় দফায় আমার সমর্থকদের উপর একের পর এক হামলা, অত্যাচার, নির্যাতন চালাচ্ছে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকরা। তারা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। আমি আমার কর্মী ও সমর্থকদের শান্তি বজায় রাখতে নির্দেশ দিয়েছি। আমরা আইনের উপরে বিশ্বাসী।
তবে হামলার ঘটনা অস্বীকার করে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন বাবলু মুঠোফোনে বলেন, আমার কর্মী ও সমর্থকরা কেউ তাদের উপরে হামলা করেনি। গত দুদিন ধরে আমার কর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এমনকি আমার বোনের বাড়িতে পর্যন্ত ভাঙচুর ও লুটপাট করেছে তারা।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে। সাথে সাথে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেছে। আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেবো।