জাতীয়
গোপালগঞ্জে সিলিন্ডারবাহী ট্রাক ছিনতাই
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক ছিনতাই হয়েছে। উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা নামক স্থানে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সী জানান, খুলনার মোংলা থেকে ১২ কেজি ওজনের ৫৯৬টি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক কাশিয়ানীর বেলতলা বাজারে পৌঁছায়। ছিনতাইকারীরা বাজারের পাহারাদার মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। সিলিন্ডারসহ এ গ্যাসের বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।