বরিশাল
বিসিসি’র দুই প্রকৌশলীসহ ছয়জনকে চাকরিচ্যুত
নিজস্ব প্রতিবেদক ॥ দায়িত্বে অবহেলা, সুবিধা পাইয়ে দেওয়ার নামে উৎকোচ আদায়সহ গুরুত্বর বেশ কয়েকটি অভিযোগ প্রমানিত হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) দুই প্রকৌশলীসহ ছয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানিয়েছেন, চাকরিচ্যুতরা হলেন কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (চুক্তিভিত্তিক) বাকিউল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, স্টিমেটর (চুক্তিভিত্তিক) শাওন আকন, কার্য সহকারী (অস্থায়ী) শাহ জালাল, কর আদায় সহকারী নুর হোসেন ও শাহিন হোসেন।
প্রশাসনিক কর্মকর্তা বলেন, সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে নগরীর সকল সড়কের কাজ পাঁচ বছরের গ্যারান্টিতে করা হচ্ছে। সেই অনুযায়ী সড়ক নির্মানকারী প্রতিষ্ঠান কাজ করে এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজও সেইভাবে বুঝে নেন। তিনি আরও বলেন, নগরীর ধানগবেষনা ইন্সটিটিউট সংলগ্ন সড়কের নির্মাণ কাজ চলছে। তবে সেখানে কাজের মান খারাপ হলেও তা সঠিকভাবে দেখভাল করেননি দায়িত্বরতা এবং বিষয়টি কর্তৃপক্ষকেও অবহিত করেননি। তাই দায়িত্বে অবহেলার সহকারী প্রকৌশলী বাকি উল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, স্টিমেটর শাওন আকন, কার্য সহকারী শাহ জালালকে চাকরিচ্যুত করা হয়েছে।
এছাড়া ৫ নম্বর ওয়ার্ডের একটি হোল্ডিং নাম্বারের অনুকূলে গ্রাহকের কাছ থেকে তিন অর্থবছরের টাকা নিয়ে সিটি কর্পোরেশনের কোষাগারে এক অর্থবছরের টাকা জমা দেয়ায় কর আদায় সহকারী নুর হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া নগরীর ৬ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তির ১০টি হোল্ডিং নাম্বারের অনুকূলে কর আদায় সহকারী শাহিন হোসেন ওই ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা অবৈধভাবে আদায় করে আত্মসাত করে। বিষয়টি প্রমানিত হওয়ায় তাকেও চাকরিচ্যুত করা হয়।