বরিশাল
বরিশালে বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৬
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে এক কেজি গাঁজা সহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ভোলা কামাল ও তার সহযোগী আল আমিনকে আধাকেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আটককৃত কামাল বন্দর থানাধীন লাহারহাট এলাকার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেয় এসআই সামছুল ইসলাম, এএসআই সুমন ও শাহাবুদ্দিন।
অন্যদিকে রাত সাড়ে ৮টায় চরকাউয়া এলাকার মুসলিমপাড়া এলাকা থেকে রাজু ওরফে মেক্সি রাজু ও তার ৩সহেযাগীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকেও আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় এস আই রাফসান জানি।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,’গোপন সংবাদের ভিত্তিতে চরকাউয়া ইউনিয়নের পৃথক স্থানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ ৬জনকে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’