বরিশাল
বরিশালে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদপত্র এবং স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৮ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল সদর উপজেলা পরিষদের হল রুমে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল, বীর মুক্তিযোদ্ধা আঃ রব, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী আকন, বীর মুক্তিযোদ্ধা আনসার আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মুকুল মুখার্জি, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা অমর কুমার পুষীলাল প্রমুখ।
পরে উপজেলার ৪টি ইউনিয়ন চরমোনাই, চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া এবং চন্দ্রমোহন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের হাতে সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড তুলে দেয়া হয়।