আমতলি
আমতলীতে শিক্ষক দিবস পালন
নিজস্ব প্রতিবেদক ॥ ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু’ এই শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) এসএম সাদিক তানভির, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, মাধ্যমিক শ্ষ কর্তা মো. জিয়াউল হক, শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান প্রমুখ।