চরফ্যাশন
চরফ্যাশনে নদীতে ডুবে জেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে ডুবে আওলাদ হোসেন (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম নিহতের মরদেহ উদ্ধার করে।
ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আ. রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৬টার দিকে ওই জেলে ঝাঁকি জাল দিয়ে মায়া নদীতে মাছ শিকার করছিলেন আওলাদ। এ সময় প্রবল স্রোতে নদীতে ডুবে যান তিনি। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে নিহতের মরদেহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।