ভোলা
ভোলায় ট্রলিচাপায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় ট্রলি চাপায় মো. আইয়ুব উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রলিটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভোলা সদর হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেন। নিহত বৃদ্ধ সদর উপজেলা মধ্য জয়নগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের মৃত মিনাজ ইউনিয়নের ছেলে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ওই বৃদ্ধ বাংলাবাজার চৌরাস্তায় এক চায়ের দোকানে বসে ছিলেন। এসময় ঘাতক ট্রলিটি পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধকে চাপা দেয়। এতে বৃদ্ধের ডান পা ভেঙে যায় এবং মাথা আঘাতপ্রাপ্ত হয়। পরে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠালে হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেখ ফরিদ উদ্দিন আরও জানান, এ ঘটনায় ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।