গৌরনদী
বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মাহবুবুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বরিশাল থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামে একটি বাসের চাপায় বিপরীত দিক থেকে আসা ওই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো ল ৫৫২৫৯১।
এ ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত বাস জব্দ করা হয়েছে বলেও জানান সার্জেন্ট মাহবুবুল ইসলাম।