আন্তর্জাতিক
সৌদির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান
রিপোর্ট দেশজনপদ ॥ সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী হলেন বাদশা সালমান বিন আবদুলআজিজের ছেলে প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক আদেশে এ নিয়োগ দেন বাদশা সালমান।
এদিকে, সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজের আরেক ছেলে প্রিন্স খালিদকে প্রতিরক্ষামন্ত্রী বানানো হয়। তিনি আগে উপপ্রতিরক্ষামন্ত্রী ছিলেন।
প্রিন্স মোহাম্মদ বিন সালমান দীর্ঘদিন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলেছেন। তিনিই এখন বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ মিত্র দেশটির ‘ডি-ফ্যাক্টো’ শাসক।
রাজপরিবারশাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহই মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রী থাকছিলেন এতদিন। তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান।