ভোলা
ভোলায় জেলেদের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক ॥ নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বাড়ানোর লক্ষ্যে ভোলায় মাছ ধরার ট্রলারে রেইনকোর্ট, ফাস্টএইড বক্স ও সেবা প্রদানকারীদের মধ্যে সুরক্ষাউপকরণ বিতরণ করা হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বাস্তবায়নে শনিবার (৩ সেপ্টম্বর) বিকেলে গ্রামীণ জনউন্নয়ন সংস্থার কর্যালয়ে এ অনুষ্ঠান হয়েছে।
৩০ জন জেলের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া তিনজনকে বাইসাইকেল দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
তিনি বলেন, উপকূলের জেলেদের সুরক্ষার জন্য পিকেএসফের সহযোগিতায় কাজ করছে গ্রামীণ জন-উন্নয়ন সংস্থা। আমরা খুব শিগগিরই সাগরের জেলেদের নিরাপত্তা ও সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ডিভাইস দেওয়া হবে। যার মাধ্যমে জেলেদের অবস্থান নির্নয়সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবেন জেলেরা।