গৌরনদী
কথা ছিল কুয়েত যাওয়ার, চলে গেলেন না ফেরার দেশে
নিজস্ব প্রতিবেদক ॥ নিজ শয়ন কক্ষ থেকে আসিফ খন্দকার (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামে।
মৃত আসিফ ওই গ্রামের শাহ আলম খন্দকারের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী দোকানে চা পান করে বাসায় যায় আসিফ। সকাল সোয়া আটটার দিকে নিজ শয়ন কক্ষে পরিবারের সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেন আসিফ। আগামী ১৫ দিনের মধ্যে আসিফের কুয়েত যাওয়ার কথা ছিল। কিছুদিন পরে কুয়েত যাওয়ার কথা থাকলেও এভাবে না ফেরার দেশে চলেও যাওয়া কিছুতেই মানতে পারছেন না স্বজনরা।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম আব্দুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন আসিফ।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।