কলাপাড়া
কুয়াকাটায় নিখোঁজ সেই পর্যটকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সবুজের (২৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে পশ্চিমে ব্লকপয়েন্ট সংলগ্ন সাগরে সবুজের লাশ পাওয়া যায়।
জানা যায়, আজ সকালে জেলে মোশাররফের জালে ওই পর্যটকের মৃতদেহটি আটকে যায়। পরে জেলে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার পশ্চিমে ব্লক পয়েন্ট সংলগ্ন সাগর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
এর আগে গতকাল সোমবার বগুড়ার শাহজাহানপুর থেকে ৫৫ জনের একটি দল কুয়াকাটা ভ্রমণে আসে। ওইদিন দুপুরে সাগরে জিরো পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন সবুজ। এসময় চারজনকে প্রবল স্রোতে ভাসিয়ে নেয়। তিনজনকে ওয়াটার বাইকের চালকরা উদ্ধার করেতে পারলেও সবুজ নিখোঁজ ছিল। পরে ফায়ার সার্ভিসসহ ডুবুরির দল চেষ্টা করেও সবুজের খোঁজ পায়নি।