বরিশাল
নারিকেল চুরির অপবাদে কিশোরকে বেঁধে রাখার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরবাড়িয়াতে নারিকেল চুরির অভিযোগে মারুফ হোসেন (১৩) নামে এক কিশোরকে পিঠমোড়া দিয়ে বেঁধে রাখার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) দিনগত রাতে ওই কিশোরের চাচাতো ভাই সোহাগ বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, নারিকেল চুরির অভিযোগে মারুফকে পিঠমোড়া করে বেঁধে রাখার কথা বলা হয়েছে। এ ঘটনায় মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার (২৩ আগস্ট) আদালতে পাঠানো হবে।
এদিকে গ্রেফতারের আগে মোখলেছুর রহমান জানান, তার বাড়ির গাছ থেকে নারিকেল চুরির সময় মারুফকে হাতে নাতে ধরা হয়েছে। পরে তাকে বাড়ির সামনের সিঁড়িতে বসিয়ে রাখা হয়। পরে মারুফের বাবা ফরিদ উদ্দিনকে খবর দেওয়া হয়। ফরিদ উদ্দিন এলে চুরির বিষয়টি তাকে অবগত করে ছেলেকে তার হাতে বুঝিয়ে দেওয়া হয়।
তিনি বলেন, এ সময় মারুফকে কোনো ধরনের মারধর বা নির্যাতন করা হয়নি। আমার মা মারুফকে খাবারও দিয়েছেন। ভবিষ্যতে যাতে মারুফ আর চুরি না করে এজন্য পিঠমোড়া করে বেঁধে রাখা হয়। আর ওই সময় আরেক কিশোর মারুফের ওই অবস্থার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে থানা পুলিশও ঘটনাস্থলে এসে নির্যাতনের কোনো তথ্য পায়নি।