ঝালকাঠি
বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের রূপনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম জামাল মোল্লা (৩০)। তিনি বরগুনা জেলা সদরের হেলিবুনিয়া গ্রামের দুলাল মোল্লার ছেলে ।
নিহত শ্রমিকের চাচাতো ভাই ইলিয়াস মোল্লা বলেন, দুই বছর যাবৎ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে যুক্ত হয়ে বিদ্যুতেের লাইনের কাজ করতেন জামাল মোল্লা। ঘটনার দিন সকাল সোয়া ১১টার দিকে পা পিছলে সেফটি বেল্ট ছিঁড়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যান তিনি।
প্রত্যক্ষ্যদর্শী মো. সোহেল বলেন, জামাল নামের ওই শ্রমিক উপর থেকে নিচে পড়ার পর আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ঘটনার সময় থেকে হাসপাতালে আনা পর্যন্ত ওই শ্রমিকের মাথা থেকে অনেক রক্ত ঝড়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মেহেদি হাসান জানান, মাথায় আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য রোববার দুপুর ১ টায় মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



