ভোলা
ভোলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার দ্রুত বিচার দাবি এবং জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের মহাজনপট্টি জেলা বিএনপি কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ওয়াদুদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন প্রমূখ।
এদিকে, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।